বেলা ফুরালেই অন্ধকার

রুদ্র সাজেদুল করিম | রবিবার , ৬ জুন, ২০২১ at ৮:০১ পূর্বাহ্ণ

বেলা ফুরালেই অন্ধকার নেমে আসে
ধরণীর বুকে,
প্রিয়জন হারানোর বেদনায় অন্তর কাঁদে
এক এক করে সবাই চলে গেছে
আমাকে একলা করে।

চাঁদ সূর্যের মতো আমিও ভীষণ একা
কোলাহলপূর্ণ পৃথিবীতে একমাত্র আমিই
নিসঙ্গতার চাষ করি।

আমি প্রেমিক পুরুষ ছিলাম
তোমাদের মতো, অথচ
আমার অধিকাংশ বসন্ত কেটেছে কেবল একা।

একটি উলঙ্গ শ্রীহীন পাখি
চুপচাপ বসে আছে
নিসঙ্গতার ছাপ তার চোখে মুখে
নখে রক্তের লালচে দাগ।

আমার প্রাক্তন প্রেমিকেরা
দ্যাখো আমি আজ নিঃসঙ্গ কেবল একা।
যন্ত্রণায় ছটফট করছি
বিষ ছড়িয়েছে উষ্টে পৃষ্ঠে
আমার সারাদেহে।

পূর্ববর্তী নিবন্ধশেখার পাঠ
পরবর্তী নিবন্ধঅহংকার