দুঃখরা বাসর সাজায়

নিগার সুলতানা | রবিবার , ৬ জুন, ২০২১ at ৮:০৪ পূর্বাহ্ণ

ষোড়শী যুবতীর মত কষ্টগুলো
নানান রঙে ঢঙে
আমাকে তার বাহুবন্ধনে জড়িয়ে ফেলে,
প্রতিটি প্রভাতে দুঃখরা
বর্ণাঢ্য র‌্যালি নিয়ে
হাজির হয় আমার দুয়ারে।
স্বপ্নের চন্দন পালংকে
দুঃখরা বাসর সাজায় লোবান জেলে।
তবুও স্বপ্নের নীল প্রজাপতিরা
চোখের পাপড়িতে বসে
গুন গুন করে গান গায়।
হয়তো কারো ধ্যানে-জ্ঞ্যানে, অবহেলায়
হয়তো কুঠারাঘাতে বা নিজের অজান্তে
হাজারো ভালোবাসার লাস
শূন্যে বাতাসে মিলায়।
আর, উইপোকারা আনন্দ উল্লাসে
ভালোবাসার বুক ছিড়ে ছিড়ে খায়।
ভালোবাসা বিহীন শূন্য হৃদয়টাকে
জ্যোৎস্নার বারি ধারায় স্নান করিয়ে
উড়িয়ে দিই দূর আকাশে।
অবশেষে, স্বপ্নের নীল প্রজাপতিদের জানাই
‘বিদায় অভিবাদন’
বিদায় বন্ধু…..বিদায়,
আয় ঘুম ছেপে আয়
শায়িত হব চির নিদ্রায়।

পূর্ববর্তী নিবন্ধঅহংকার
পরবর্তী নিবন্ধপাতাকুড়ানির খাঁচায়