পাতাকুড়ানির খাঁচায়

মাহবুব পলাশ | রবিবার , ৬ জুন, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

সময় এখন মৃত্যুর
সময় এখন লেলিহান শিখার
জলের জন্য হাহাকার শুনি
দেখা নেই দীগন্ত জোড়া মেঘমালার।

অবলুপ্ত আজ দীগন্ত রেখা
কাফন আর কফিনের অভাব সর্বত্র
কাক শকুনের বিচরণ বাড়ছে শুধু
রাত্রিতে ক্ষুধার্ত নেকড়ে।

এক টুকরো রুটির জন্য
জীবনের মুখোমুখি আজ,
জন্মান্তর থেকে ভবঘুরে হয়ে ও
তিক্ত হতক্লান্ত পথহারা দিকভ্রান্ত।

তামাটে আকাশের ছায়াশূন্য প্রখর
ধোঁয়াটে পর্বতমালার নিচে
পড়ে আছি ছিন্নপত্র আজ আমি
পাতাকুড়ানির খাঁচায় অবশেষে।

নদীর উৎসস্থল, গতিপথ, নিজস্ব জীবন
আজকাল প্রতি প্রত্যুষেই জাগ্রত হই
নতুন কোন অধ্যুষিত স্বদেশে
যেখানে রয়েছে সূর্য ও একটি রুটি।

পূর্ববর্তী নিবন্ধদুঃখরা বাসর সাজায়
পরবর্তী নিবন্ধজানি আর হবে না দেখা