অলৌকিক শক্তির হাত

মাসুদা তোফা | শনিবার , ১৮ মার্চ, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

এখানেই তর্জনীর ইশারায় বাংলা কাঁপছিল

আজ সেখানে স্বাধীনতার স্তম্ভ দাঁড়িয়ে আছে।

রেসকোর্স ময়দানে কেবলই মুজিবের মুখ

দেখি তোমার তর্জনী সাত মার্চের কথা বলে।

উদ্যানে স্বচ্ছ জলে দেখি বাংলার মুখ শুধু তুমি

সুউচ্চ স্তম্ভ আর তোমাকে ছাড়া কিছুই দেখি না।

গাছের পাতারা শোকে ম্লান, অবিরাম ঝরে পড়ে

মেলায় লক্ষ মানুষ আসে উদ্যানে ঘুরে বেড়ায়,

মনে মনে সুদর্শন শতবর্ষী যুবককে খুঁজে।

কান পেতে শুনি মুক্তিরগল্প বজ্রকন্ঠে তাঁর!

সেই কন্ঠ পৃথিবীর সব শ্রেষ্ঠ কন্ঠ থেকে ভিন্ন

আজও রেসকোর্সে টুঙ্গিপাড়ার খোকাকেই খুঁজি।

খুঁজি সেই কন্ঠস্বর যা পঞ্চাশ বছরের প্রেরণা

এই কন্ঠস্বর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের

মানুষে উদ্বুদ্ধ করে স্বাধীনতার দৃপ্ত শপথে।

আজও খুঁজি সে ভাষণ শুকনো পাতার মর্মরে।

হাজার বছর হাঁটবো এ মাঠে তর্জনীর সাহসে,

এই হাত অলৌকিক মহাশক্তি হাত বাঙালির।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘ প্রতীক্ষার পর
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু : আমাদের চিরন্তন প্রেরণার উৎস