অপহৃত পুত্রের শোকে মায়ের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৯ মে, ২০২১ at ৩:৪৮ পূর্বাহ্ণ

সন্ত্রাসীদের ধার্য চাঁদা পরিশোধ করতে না পারায় অপহরণের শিকার হন এক ক্ষুদ্র খামারি। অপহরণের ৫ দিনেও উদ্ধার না হওয়ায় পুত্র শোকে না ফেরার দেশে চলে যান গর্ভধারিণী মা। মানিকছড়ি উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউপির লালটিলায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
সূত্রে জানা গেছে, উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউপির লালটিলার প্রবাসী নুর মোহাম্মদের পুত্র মো. সাগর হোসেন (২৩) নিজেদের নির্মাণাধীন খামারে সশস্ত্র সন্ত্রাসীরদের বেঁধে দেয়া চাঁদা দিতে না পারায় গত ২৪ মে ভোররাতে অপহৃত হয়। ঘটনার ৫ দিনেও প্রশাসন তার সন্ধান দিতে পারেনি। এতে পুত্রশোকে কাতর গর্ভধারণী মা নুরুননাহার বেগম গতকাল শুক্রবার বিকালে মৃত্যুবরণ করেন। এদিকে অপহৃত সাগরের প্রবাসী পিতা নুর মোহাম্মদও এমন পারিবারিক বিপর্যয়ে মৃত্যুশয্যায় বলে জানা গেছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। আমরা অপহৃতের সন্ধানে গত ৫ দিন ধরে বিভিন্নস্থানে অভিযান চালিয়েছি। এরমধ্যে অপহৃতের মায়ের মৃত্যুর খবর খুব কষ্ট দিচ্ছে আমাদেরও।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধবন্ড ব্যবস্থাপনায় অটোমেশন কতদূর