মীরসরাইয়ে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা

জমি সংক্রান্ত বিরোধ

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ২৯ মে, ২০২১ at ৩:৪৮ পূর্বাহ্ণ

জমি সংক্রান্ত বিরোধের জেরে মীরসরাই উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মো. শাহজাহান (৬০) নামের নিহত ওই বীর মুক্তিযোদ্ধা ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গতকাল শুক্রবার (২৮ মে) দুপুরে ওচমানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ রেহান উদ্দিন হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওসমানপুরের রেহান উদ্দিন হাজী বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের সঙ্গে প্রতিবেশী নুরুল হুদা দুলাল, তাজুল ইসলাম প্রকাশ রাজা মিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। শুক্রবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিরোধপূর্ণ জায়গায় মাটি কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা করে। এ সময় গুরুতর আহত হয়ে পড়েন শাহজাহান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মীরসরাই স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেলে রেফার করেন। সেখানে তিনি মারা যান।
নিহতের বড় ভাইয়ের স্ত্রী রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিলারা বেগম বলেন, ‘আমার দেবর শাহজাহানদের সাথে বাড়ির সামনের একটি পুকুরের জায়গা নিয়ে একই বাড়ি এবং পাশ্ববর্তী বাড়ির রাজা মিয়া (৫০), নুরুল হুদা দুলাল প্রকাশ দুলাল মাস্টার (৫৫) গংদের সাথে বিরোধ চলে আসছিল। এবিষয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। ওই বিবাদকে কেন্দ্র করে রাজা মিয়া, নুরুল হুদা দুলাল, দুলালের ছেলে ইফাজ (২০), রাজা মিয়ার ছেলে রনি (২০), তোফাজ্জল হোসেন রানা (২৫) সহ অজ্ঞাত আরো কয়েকজন শাহজাহানকে বেদম মারধর করে। এসময় একজন শাহজাহানের বুকের ওপর বসে তার গলা চেপে ধরে আরেকজন মুখে, কপালে এবং মাথায় কিল ঘুষি মারে। এর কিছুক্ষণ পর শাহজাহান মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু দুপুরে পথিমধ্যেই শাহজাহান মারা যান। এর মধ্য স্থানীয় কাশেমের পুত্র পলাশ (৪০) দিলারার হাতে থাকা মোবাইল ফোনগুলো কেড়ে নেয় বলে জানান দিলারা বেগম।
খবর পেয়ে ঘটনাস্থলে যান মীরসরাই এএসপি সার্কেল লাবিব আব্দুল্লাহ, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন, পুলিশ পরিদর্শক তদন্ত হেলাল উদ্দিন ফারুকী।
এবিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন বলেন, লাশ পোস্টমটেমে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম ও আওয়ামী লীগের নেতৃস্থানীয় সূত্রে জানা গেছে মুক্তিযোদ্ধা শাহজাহান ১৯৮৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ৯ বছর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসরকারি পানির বেসরকারি বাণিজ্য
পরবর্তী নিবন্ধঅপহৃত পুত্রের শোকে মায়ের মৃত্যু