অন্ত্রের তাড়নায়

আশফাকুর রহমান বিপ্লব | শুক্রবার , ২৪ নভেম্বর, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

অন্ত্রের তাড়নায়

খাবি খাওয়া আকাশে

অন্তরে মেঘ জমে

মুখ তাই ফ্যাকাশে।

কাছা মেরে খোঁচা দিয়ে

বলাটাই সার

ইংরেজি তেলে ভাজা

ওয়েল য়ুই ষাঁড়।

অন্ত্রের তাড়নায়

আশফাকুর রহমান বিপ্লব

অন্ত্রের তাড়নায়

খাবি খাওয়া আকাশে

অন্তরে মেঘ জমে

মুখ তাই ফ্যাকাশে।

কাছা মেরে খোঁচা দিয়ে

বলাটাই সার

ইংরেজি তেলে ভাজা

ওয়েল য়ুই ষাঁড়।

পূর্ববর্তী নিবন্ধসুষ্ঠু, সহিংসতামুক্ত ও সবার অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন চাই
পরবর্তী নিবন্ধনিজেকে ভালোবাসুন, নিজের মত করে বাঁচুন