অন্তরে আহলে বায়াতের প্রেম ও ভালোবাসা ধারণ করতে হবে

বিভিন্ন স্থানে কারবালা মাহফিলে বক্তারা

আজাদী ডেস্ক | রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৫:২০ পূর্বাহ্ণ

মোহরায় হোসাইনী একাডেমী : নগরীর মোহরায় হোসাইনী একাডেমীর উদ্যোগে আহলে বায়তে রাসূল (সা.) স্মরণে ১১তম পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল সংগঠনের সভাপতি মো. জাবেদুল ইসলামের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন রেজার সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে আখেরী মোনাজাত পরিচালনা করেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজভাণ্ডারী (মাঃ)। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরহাদ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু তাহের, শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী (মঃ) ও হযরত মাওলানা নেজাম উদ্দিন আল কাদেরী (মঃ)। মাহফিলে আহলে বায়তের শান ও মর্যাদা নিয়ে আলোচনা করেন মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রজভী (মঃ), মাওলানা ইসমাঈল হোসাইন সিরাজী (মঃ), মাওলানা আখতারুল ইসলাম (মঃ), মাওলানা আবু তাহের (মঃ)। বাদে এশা হতে কোরআন তেলোয়াত, নাতে মুস্তফা (দঃ) ও শানে গাউছিয়া পরিবেশনের মধ্যে আরম্ভ হয়ে আখেরী মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি কামনা করে মাহফিলের সমাপ্তি হয়। এতে প্রধান অতিথি সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজভাণ্ডারী বলেন, অন্তরে আহলে বায়াতের প্রেম ও ভালোবাসা ধারণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।
সৈয়দ বাড়ী দরবার : গাউসিয়া সমিতি ও গাউসিয়া যুব সমিতি বাংলাদেশের যৌথ উদ্যোগে পবিত্র আহলে বাইতে রাসূল (দ.) স্মরণে শাহাদাতে কারবালা মাহফিল ফটিকছড়ি সৈয়দ বাড়ী দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও দরবার শরিফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মু.জি.আ)। উদ্বোধনী বক্তব্য রাখেন শাহ্‌জাদা সৈয়দ তাওসিফুল হুদা। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবী প্রভাষক আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রেজভী। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম মহানগর সভাপতি আল্লামা নুর মুহাম্মদ আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন মুফতি জসিম উদ্দিন আলকাদেরি। উপস্থিত ছিলেন জিয়া উদ্দিন জিয়া, জাহেদুল আলম, আইয়ুব চৌধুরী, নুরুল আমিন কেরানী, নুরুল আবছার, জহিরুল ইসলাম বাবর, নুরুল আলম মোল্লা, মুহাম্মদ সাইফু, মুহাম্মদ দিদার, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ নুরুল হাকিম, মুহাম্মদ ফজল কাদের, মুহাম্মদ মুনচুর, মাস্টার মুহাম্মদ ইসমাইল, মফিজুল আলম। শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশ ও বিশ্ববাসীর শান্তি-কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মু.জি.আ.)।
আনজুমানে কাদেরিয়া চিশতিয়া : আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে নগরীর টিএন্ডটি রোডস্থ খাজা বখতিয়ার উদ্দীন কাকী (রহ.) আজিজিয়া জামে মসজিদে শাহাদাতে কারবালা মাহফিল শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবারে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া আলিয়া শরিফের সাজ্জাদানশিন আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী। এতে অতিথি ছিলেন রাজনীতিবিদ-আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। গতকাল নবপ্রতিষ্ঠিত হযরত খাজা বখতিয়ার উদ্দিন কাকী (রহ.) আজিজিয়া জামে মসজিদে জুমার নামাজের সূচনা করা হয়। মাহফিলে বক্তব্য রাখেন, মাওলানা ইয়াসিন আনসারী আল মাদানী, মাওলানা আবু ইউসুফ, শাহজাদা মাওলানা শরীফুদ্দীন আনসারী, হাজী দোস্ত মোহাম্মদ, হাজী জয়নাল আবেদীন সওদাগর, মাওলানা ফেরদৌসুল আলম আজিজি, সাহাব উদ্দিন সেলিম, মুহাম্মদ নিজাম উদ্দিন, ইয়াছিন দুলাল, শাহজাদা মুহাম্মদ গোলাম কাদের, মাস্টার নেজাম উদ্দিন, অধ্যাপক মুহাম্মদ মাহফুজ, অধ্যাপক আলী আজগর, মাওলানা আদনান, আবু মোহাম্মদ আরিফ, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ আজিম, মুহাম্মদ রাশেদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আদনান, শায়ের হাবিব উল্লাহ। মাহফিল সঞ্চালনায় ছিলেন মাওলানা জাশেদুল ইসলাম প্রমুখ।
একেএমবি সৌদি আরব আছির : আঞ্জু্‌মানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) সৌদি আরব আছির প্রদেশ শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর বিন এসএমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আছির প্রদেশ শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউছুফ এবং প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা মুহাম্মদ রফিকুল ইসলাম নাছির, মুহাম্মদ সফিউল আলম সফি, মুহাম্মদ রহিম মাহমুদি। আরো বক্তব্য রাখেন মাওলানা পারভেজ, মুহাম্মদ জাহেদ হোসেন, মুহাম্মদ আল ফারুক, মুহাম্মদ সাহাদাত হোসেন, মুহাম্মদ আতিকুর রহমান (হিরু), মুহাম্মদ ইকবাল কবির, মাওলানা শাহিন মোবারক। মুহাম্মদ ইকবাল কবিরের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। এরপর গেয়ারভী শরীফ পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ পারভেজ।
গাউসিয়া কমিটি, পাহাড়তলী : গাউসিয়া কমিটি পাহাড়তলী থানার উদ্যোগে গত ১৯ আগস্ট সভাপতি ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিনের সঞ্চালনায় আবদুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। ত্বকরির পেশ করেন মাওলানা নাঈম উদ্দিন। বক্তব্য দেন, মুহাম্মদ আইয়ুব, মুহাম্মদ শাহাজাহান, ডা. মীর মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ মুসা, ইউসুফ আলী, আব্দুল হাফেজ, নুরুল ইসলাম সওদাগর, কে এম নুর উদ্দিন চৌধুরী, মুহাম্মদ শাহাবউদ্দিন, মাসুদ মিয়া, কাজী মুহাম্মদ রবিউল হোসেন রানা, নাঈমুল হাসান তানভীর, জয়নুল আবেদীন, আকবর মিয়া, ফজলুল হক ফারুক, সাজ্জাদ হোসেন, শহিদুল ইসলাম রাকিব, নুর হোসেন, মুহাম্মদ আসিফ, জাহিদুল ইসলাম জিকু, মুহাম্মদ আলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৮
পরবর্তী নিবন্ধলায়নিজমের আলোকমশাল নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হবে