রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

কী না হয় আজ টাকায়!

উপজেলা ভোট’ উৎসব চলে

কার দিকে কারা তাকায়!

প্রার্থীর সাথে অনুসারীরাও

কেবল মাথাটা ঝাঁকায়।

এ বাড়ি ওবাড়ি দেখা সাক্ষাৎ

জয়ের বুদ্ধি পাকায়

টেনশনে গ্যাস বৃদ্ধি পেলেও

শত শত কাপ চা খায়।

কেউ কেউ আছে মহা উল্ল্লাসে

শরীরে খুশবু মাখায়

মাথায় রয়েছে বড় নেতা তাই

তার বলে চোখ বাঁকায়।

 

দুনিয়াটা চলে হিসাব গুণিয়া

মামা খালু আর কাকায়

তার সাথে আছে অর্থের খেলা

কী না হয় আজ টাকায়!

পূর্ববর্তী নিবন্ধসুপেয় পানির সংকট চবির আলাওল হলে
পরবর্তী নিবন্ধ“চালচিত্র এখন” এবং কিছু কথা