অনুমতি ছাড়া ফুটপাতে ঢালাই, মালামাল জব্দ

চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্ণ

নগরের ইউনেস্কো সেন্টারের সামনে রাতের আঁধারে অনুমতি ছাড়া ফুটপাতে ঢালায় করায় ঢালায় কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল জব্দ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গত মঙ্গলবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চসিকের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী আজাদীকে বলেন, ফুটপাতে টাইলস আছে। সেখানে পার্কিংও করা যায়। কিন্তু সেটা মার্কেট থেকে একটু নিচুতে। তাই মার্কেট কর্তৃপক্ষ অনুমতি ছাড়া তাদের সুবিধার্থে টাইলসের উপর এক ফুট উঁচু করে ঢালাই করছিল। অনুমতি ছাড়া করায় আমরা মালামাল জব্দ করি। ঢালাইগুলো অপসারণ করি।

পূর্ববর্তী নিবন্ধএফজিএফ গোল্ড মেডেল বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু