এফজিএফ গোল্ড মেডেল বৃত্তি প্রদান

| বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্ণ

ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশন (এফজিএফ) গোল্ড মেডেল মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্প্রতি ফটিকছড়ি পৌরসভার বিবিরহাটে একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী। অনুষ্ঠান উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ (শিপিং) চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ হামিদ উল্লাহ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জিয়াউল হক। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তানভির আহমেদ। বিশেষ আলোচক ছিলেন ক্যাফ চেয়ারম্যান সৈয়দুল আজাদ।

এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি রিজোয়ান ইসলাম, ফটিকছড়ি বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, আফছার উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আবুল কালাম ও ফটিকছড়ি পৌরসভার মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম। ফটিকছড়ি গ্রামার ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী এম কামরুল হাসান চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকার ও শিক্ষানুরাগী মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আলী আজগরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাবুল আলম মিনার, মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ তহিদুল আলম, মোহাম্মদ জামাল উদ্দিন, এসএম আবু সোয়াইব, অগ্রণী ব্যাংক আজাদী বাজার শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন, পুবালী ব্যাংক মানিকছড়ি শাখার সিনিয়র অফিসার সৈয়দ শফিউল আজম, নারায়ণহাট কলেজের অধ্যাপক আনোয়ারুল করিম, প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ আজমির উদ্দিন, প্রবীণ শিক্ষক প্রদীপ কুমার পাল, আবু সাঈদ চৌধুরী, সুপার মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ আবু সুফিয়ান প্রমুখ। বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সুশিক্ষিত জাতি গঠন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের জন্য কাজ করে যেতে চাই
পরবর্তী নিবন্ধঅনুমতি ছাড়া ফুটপাতে ঢালাই, মালামাল জব্দ