অধিকার আদায়ে মানবেন্দ্র লারমা আমৃত্যু লড়াই করেছেন

খাগড়াছড়িতে মৃত্যুবার্ষিকীর সভায় বক্তারা

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ নভেম্বর, ২০২১ at ৯:০৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে নানা আয়োজনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৮ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার খাগড়াছড়ির দীঘিনালা লারমা স্কয়ারে এম এন লারমার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। শ্রদ্ধাঞ্জলি শেষে শোকর‌্যালি বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দীঘিনালা উপজেলার সভাপতি মৃণাল কান্তি চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি সুভাষ কান্তি চাকমা, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা, কেন্দ্রীয় সদস্য প্রশান্ত চাকমা, জেএসএস নেতা সুমীর চাকমা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহাইড্রোজেন ফুয়েল প্রকল্প পরিদর্শন করলেন জ্বালানি উপদেষ্টা
পরবর্তী নিবন্ধমিয়ানমার পুলিশ ছেড়ে দিয়েছে বাংলাদেশি সেই তিনটি ট্রলার