অদিতি সঙ্গীত নিকেতনের বর্ষপূতিতে বৈশাখী উৎসব কাল শুরু

| বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলীর সঙ্গীত বিদ্যালয় অদিতির ত্রয়োবিংশ বর্ষপূর্তিতে বৈশাখী উৎসব আগামীকাল শুক্রবার ইশান মহাজন সড়কে শুরু হচ্ছে। অদিতির প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয় জানান বিকাল ৪ টা হতে রাত ১০টা পযন্ত অনুষ্ঠানমালায় থাকছে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা, সম্মননা স্মারক প্রদান, যাদু প্রর্দশন, পুরস্কার বিতরণ, সনদপত্র প্রদান, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান।

দুই দিনব্যাপী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবিদা আজাদের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ড. মনোরঞ্জন ঘোষাল। ১ম দিন ওস্তাদ নির্মেলন্দু চৌধুরী মঞ্চে প্রধান অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। সংবর্ধিত অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত ড. জিন বোধিু ভিক্ষু। প্রধান আলোচক থাকবেন চবির সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী। ২য় দিনে

অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক আবদুল্লাহ আল হারুনের সভাপতিত্বে মিনা দাশ (প্রতিষ্ঠাতার মাতা) মঞ্চে প্রধান অতিথি থাকবেন সাবেক চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। সংবর্ধিত অতিথি থাকবেন এস এম আল মামুন এমপি। প্রধান আলোচক থাকবেন আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত।

বৈশাখী উৎসবের ২য় দিন ২০ এপ্রিল বিকাল ৪ টায় জয়তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উদযাপন পরিষদের সমন্বয়কারী জুয়েল শীল ও সদস্য সচিব প্রকৌশলী সুমন চৌধুরী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ০১৮৫২ ৮২০৬৪৪, ০১৭৮০ ৩২৬৫০৩ ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদ্বীপ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে সংসদকে পরামর্শ প্রদান করে হাইকোর্ট রায়