অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

| সোমবার , ১২ অক্টোবর, ২০২০ at ৫:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গত শনিবার বহদ্দারহাট পুলিশ বক্সের সম্মুখে ১২ দফা বাস্তবায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। পাঁচলাইশ থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন থানা সভাপতি মো. জসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলানা। বিশেষ অতিথি ছিলেন ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ বখতিয়ার। বক্তব্য রাখেন ইউনিয়নের যুগ্ম সম্পাদক সোলায়মান, সহ সম্পাদক ওমর ফারুক, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, হাসান মোল্লাহ, আজিজুল হক, ইমরান, কামাল ভান্ডারী, মানিক, আলী আকবর প্রমুখ। সমাবেশে ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আগামী ২০ তারিখের মধ্যে মালিক ও প্রশাসনের বিভিন্ন হয়রানি বন্ধ না হলে ২১ তারিখ পুলিশ কমিশানার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশ শেষে বিশাল এক মিছিল বহদ্দারহাট, বাদুরতলা, বড় গ্যারেজ হয়ে জহির ব্রাদাস সম্মুখে গিয়ে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও আলিম উল্লাহ স্মরণে সভা
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে স্মারকলিপি