সুনামগঞ্জ–৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে জেলার শান্তিগঞ্জের নিজের হিজলবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সুনামগঞ্জের এসপি আ ফ ম আনোয়ার হোসেন খান জানান। তিনি বলেন, পুলিশ তাকে আটক করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন। খবর বিডিনিউজের।
এসপি সাংবাদিকদের বলেন, গত ৪ অগাস্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র–জনতার ওপর হামলায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এমএ মান্নানকে আদালতে হাজির করে তার রিমান্ড চাওয়া হবে। রিমান্ডে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনায় তার যুক্ত থাকার বিষয়ে জানতে চাওয়া হবে।