সীতাকুণ্ড কুমিরাঘাট থেকে সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে যাওয়ার পথে সাগরে যাত্রীবাহী একটি সার্ভিস বোট বিকল হয়ে পড়ে। বোটটিটে ১৩০ জন যাত্রী ছিলেন। প্রায় এক ঘণ্টা পর অন্য আরেকটি বোট গিয়ে বোটটি উদ্ধার করে সন্দ্বীপ ঘাটে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার চারটার দিকে কুমিরা ঘাট থেকে যাত্রীবাহী একটি সার্ভিস বোট সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায়। বোটটি সমুদ্রের মাঝ বরাবর যাওয়ার পর ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। বিকল হয়ে পড়া বোটের চালক মোবাইল ফোনের মাধ্যমে ঘাটের ম্যানেজারকে বিষয়টি জানালে অপর আরেকটি বোট গিয়ে ভাসমান অবস্থা থেকে বোটটি উদ্ধার করে সন্দ্বীপ উপকূলে নিয়ে যায়।
বোটে থাকা কয়েকজন যাত্রী বলেন, মাঝ সমুদ্র বরাবর যাওয়ার পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে বোটটি অচল হয়ে পড়ে। সাগরে মাঝামাঝি মানের স্রোত ছিল। স্রোতের টানে ভাসতে ভাসতে বোটটি প্রায় এক কিলোমিটার দক্ষিণ দিকে চলে যায়। প্রায় এক ঘণ্টা পর অপর আরেকটি বোট আসলে বিকল হওয়া বোটটিকে টেনে উপকূলে নিয়ে যায়। কুমিরা ঘাটের ইজারাদার জগলুল হাসান নয়ন বলেন, বিকাল ৪ টায় ছেড়ে যাওয়া একটি সার্ভিস বোট সমুদ্রে বিকল হয়ে পড়লে আরেকটি বোটের সাহায্যে এটিকে টেনে সন্দ্বীপ গুপ্তাছড়া নিয়ে যাওয়া হয়। যাত্রীরা সবাই সুস্থ রয়েছেন।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওয়ালি উদ্দিন আকবর বলেন, সার্ভিস বোট বিকল হওয়ার খবর পেয়ে ঘাট কর্তৃপক্ষের সহায়তায় আরেকটি বোট নিয়ে বিকল বোটটি উদ্ধার করা হয়।
সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, ইঞ্জিন বিকল হয়ে একটি সার্ভিস বোট ১৩০ জন যাত্রী নিয়ে সাগরে ভাসতে থাকে। আরেকটি বোটের সহায়তায় এটিকে উদ্ধার করা হয়।