সংঘাত অবসানে ভূমিকা রাখতে চান পুতিন

| বৃহস্পতিবার , ১৯ জুন, ২০২৫ at ১১:৩৪ পূর্বাহ্ণ

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, দুই নেতা ফোনালাপে সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেন। এ সময় দুই দেশের সংকট নিরসনে পুতিন নিজেই ভূমিকা রাখতে প্রস্তুত বলে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে জানান। খবর বাংলানিউজের।

পুতিন বলেন, ইরানইসরায়েল ইস্যুতে তিনি ইতোমধ্যে বিভিন্ন আঞ্চলিক নেতার সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, এই সংঘাতের অবসান ঘটাতে আমি ভূমিকা রাখতে প্রস্তুত। এদিকে উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরানে হামলায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াবে বলে মনে করে রাশিয়া। গতকাল বুধবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ছয়দিন ধরে যে বিমানযুদ্ধ চলছে, সেই প্রেক্ষাপটে ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও ঘোলাটে করতে পারে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যে পরিস্থিতিকে গভীরভাবে অস্থিতিশীল করে তুলতে পারে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় জলে-পাহাড়ে মিম
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৬.১২ কোটি টাকা