রাশেদ রউজ-এর অন্ত্যমিল | সোমবার , ১৬ জুন, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ রঙ্গ কেউ করছে হম্বিতম্বি কেউ লুকালো গর্তে কেউ এখনো স্বপ্ন দেখে সহজ কোনো শর্তে আবার এসে দাঁড়িয়ে যাবে নতুন কোনো রাস্তায় স্বপ্ন দেখে জনগণকে আনবে তাদের আস্থায়। এই ফাঁকে কেউ এদিক ওদিক ব্যস্ত আছে দখলে বঙ্গদেশের রঙ্গ দেখে হাসতে থাকে সকলে!