চান্দগাঁও মোহরা ইস্পাহানী জেটি রোডে পাক পাঞ্জেতন ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিকরে মুস্তফা (দ.) মাহফিল গত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং মুহাম্মদ আল–আমিন রেযার সঞ্চালায় এতে বক্তারা বলেন, মূল্যবোধের অবক্ষয় রোধে সুস্থধারার
সংস্কৃতির বিকাশে পৃষ্ঠপোষকতা জরুরি। বর্তমানে সামাজিক মূল্যবোধ, নীতি–নৈতিকতার অবক্ষয় যেমন ঘটছে তেমনি দেশের তরুণ সমাজও বিপথগামী হয়ে ওঠছে। এ অবস্থান থেকে পরিত্রান পেতে প্রয়োজন সুস্থধারার সংস্কৃতির বিকাশ। বক্তারা সুস্থধারার সংস্কৃতির বিকাশে পৃষ্টপোষকতায় এগিয়ে আসতে সমাজের সম্পন্ন ও দায়িত্বশীল ব্যক্তিদের আহবান জানান। এতে প্রধান অতিথি ও সংবর্ধেয় অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ফকিহ্ আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী। উদ্বোধক ছিলেন মুহাম্মদ হাশেম।
বিশেষ অতিথি ছিলেন ইসমাঈল হোসেন সিরাজী, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ তারেক, হাফেজ ওবাইদুল্লাহ্। নাতে রাসূল (দ.) পরিবেশন করেন এমদাদুল ইসলাম কাদেরী, মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী, ইকবাল কাদেরী, মাসুদ রেযা কাদেরী, নুরুল মোস্তফা খসরু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












