মীরসরাই উপজেলার সমাজসেবামূলক সংগঠন ‘সু–দিন–কাল’ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় পৌরসদরস্থ খবরিকা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান পলাশ।
তাছলিমা চৌধুরী সুরভীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মীরসরাই উপজেলার সহকারী সমাজসেবা কর্মকর্তা সাহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গিয়াস উদ্দিন জাহেদ, নাছির উদ্দিন ভূঞা, মীর হোসেন, সানোয়ার ইসলাম রনি, নাজমুন নাহার জলি, রওশন আরা শিরিন ও রশিদুল হাসান। আরো উপস্থিত ছিলেন তাকিবুর রহমান ও ইউসরা। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।