মাস্ক পরা থাকলেও আনলক হবে আইফোন

| বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

মাস্ক পরা অবস্থায় আইফোন আনলকের বিড়ম্বনা কমাতে নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল। হাতে অ্যাপল ওয়াচ থাকলে মাস্ক পরা অবস্থাতেই এবার আইফোন আনলক করতে পারবেন গ্রাহক। অ্যাপল ওয়াচ এবং আইফোনের নতুন বেটা সফটওয়্যার সংস্করণে এই ফিচারটি যোগ করেছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। চলতি বছরের বসন্তেই পূর্ণ সংস্করণে ফিচারটি উন্মুক্ত করা হবে বলে অ্যাপলের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি। খবর বিডিনিউজের।
বর্তমানে মাস্ক পরা অবস্থায় আইফোন আনলক করতে পাসকোডের মাধ্যমে বা মাস্ক নামিয়ে ফেইস আইডি দিয়ে ডিভাইস আনলক করতে হয় গ্রাহককে। অ্যাপল বেশ কিছুদিন ধরেই মুখে মাস্ক থাকার বিষয়টির সঙ্গে ফেসআইডি’র জটিলতা মেটাতে কাজ করছে। এর আগে গত বছর মে মাসে আইওএস ১৩.৫-এর বেটা সংস্করণের আপডেটে ফেস আইডি’র সঙ্গে বিশেষ একটি ফিচার দিয়েছিল অ্যাপল।ওই ফিচারে ব্যবহারকারীর মুখে মাস্ক থাকলে ফোন আনলক করার জন্য আপনাআপনি ‘পাসকোড এন্ট্রি অপশন’ দিচ্ছিল আইফোন। এবারে নতুন ফিচারের মাধ্যমে গ্রাহকের হাতে অ্যাপল ওয়াচ থাকলে ফেইস আইডি আগের মতোই কাজ করবে। সেক্ষেত্রে শুধু আইফোনের দিকে তাকালেই ডিভাইসটি আনলক হবে। এই ফিচারটির মাধ্যমে শুধু আইফোন আনলক করতে পারবেন গ্রাহক। কেনাকাটার ক্ষেত্রে ফিচারটি কাজে লাগাতে পারবেন না।

পূর্ববর্তী নিবন্ধঅতীত ভুলে সামনে চোখ রাখতে চান মোমিনুল
পরবর্তী নিবন্ধশনাক্ত ও চিকিৎসায় সক্ষম স্মার্ট গ্লাস