শনাক্ত ও চিকিৎসায় সক্ষম স্মার্ট গ্লাস

| বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১৮ পূর্বাহ্ণ

নতুন স্মার্ট গ্লাসের পেটেন্ট নিয়েছে চীনা ফোন নির্মাতা শাওমি। পেটেন্টের নথি বলছে, স্মার্ট গ্লাসটির ‘শনাক্ত ও চিকিৎসা’ করার মতো সক্ষমতা থাকবে। পেটেন্টের নথি আরও বলছে, স্মার্ট গ্লাসটি ‘থেরাপিউটিক’ তরঙ্গ পাঠাতে পারবে। এরকম তরঙ্গের মধ্যে ‘আলো নির্ভর থেরাপি’ তরঙ্গ এবং ‘শব্দ তরঙ্গ’ থাকবে। গিজমোচায়নার প্রতিবেদন বলছে, এ ধরনের তরঙ্গ মস্তিষ্কের রোগ বা চোখের অবসাদ দূর করার চিকিৎসায় ব্যবহৃত হবে। খবর বিডিনিউজের।
বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আলো থেরাপি তরঙ্গ মস্তিষ্কের রোগ বা মানসিক রোগের চিকিৎসা করতে পারবে। অন্যদিকে, শব্দ তরঙ্গ মানসিক চিকিৎসা করতে পারবে। পেটেন্টের নথি অনুসারে, চৌম্বকীয় তরঙ্গ বা বিদ্যুতচৌম্বকীয় তরঙ্গ কার্যকরীভাবে মস্তিষ্কে রক্ত সঞ্চালনার কাজ করতে পারবে। এর আগে শাওমি সাতটি ভিন্ন ভিন্ন ফোল্ডএবল স্মার্টফোন নকশা নিয়ে কাজ করেছে। এর মধ্যে তিনটি মডেলই ‘ক্ল্যামশেল’ কাঠামোর। এ ছাড়াও চারটি বড় পর্দার ফোল্ডএবল স্মার্টফোনের পেটেন্ট নিয়েছে শাওমি। ওই ফোল্ডএবল খুললেই স্মার্টফোনের পর্দার ভাঁজ খুলে তা ট্যাবলেটে পরিণত হবে। বিজনেস ইনসাইডার মন্তব্য করেছে, সবগুলোই দেখতে ‘গ্যালাঙি জেড ফোল্ড ২’ এর মতো। শুধু একটির সঙ্গে অন্যটির স্বল্প কিছু পার্থক্য রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাস্ক পরা থাকলেও আনলক হবে আইফোন
পরবর্তী নিবন্ধবিদ্যুতের ৫৭ শতাংশ যায় আবাসিক খাতে