মহানগরী পাইওনিয়র ফুটবল লিগের ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

ইস্পাহানী মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগের ফাইনাল খেলা আজ সোমবার বেলা ৩.৩০ টায় দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অংশ নেবে রামপুর একাদশ এবং শিকলবাহা স্পোর্টস একাডেমি। প্রথম সেমিফাইনাল খেলায় রামপুর একাদশ ৩-১ গোলে কে এম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনালে শিকলবাহা স্পোর্টস একাডেমি ১-০ গোলে মোহরা স্পোর্টস একাডেমিকে হারিয়ে ফাইনালে যায়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন পুলিশ কমিশনার,সিএমপি এবং চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি সালেহ্‌ মোহাম্মদ তানভীর। বিশেষ অতিথি থাকবেন ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজের ম্যানেজিং ডিরেক্টর মির্জা শাকের ইস্পাহানি।