মনের খোরাক সাইফুদ্দিন সাকিব | মঙ্গলবার , ২৮ অক্টোবর, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ লেখালেখি মনের খোরাক লেখালেখি শখের, কবির সাথে হয় তুলনা ধ্যানমগ্ন বকের। বক যেভাবে চুপিচুপি শিকার করে বিলে, কবি তেমন ডুবে থাকে ছন্দ অন্ত্যমিলে। ছন্দ মাত্রা পর্ব নিয়ে ভাবনার নেই শেষ, একটি লেখা জন্ম নিলেই আর থাকে না ক্লেশ।