মদিনা ইসলামি মিশন বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের অভিষেক গতকাল শনিবার নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ বাদশা মিয়া ভবনের কনফারেন্স হলে সম্পন্ন হয়।
মিশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে ও সাংগঠনিক সচিব এম সাইফুল ইসলাম নেজামী আল কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মুহাম্মদ আব্দুল মান্নান আল কাদেরী। প্রধান বক্তা ছিলেন আল্লামা দোস্ত মোহাম্মদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ জুননুরাইন। উদ্বোধক ছিলেন সমাজসেবক মুহাম্মদ নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হাফেজ মুহাম্মদ ছালামাত উল্লাহ। সংগঠনের নীতি আদর্শ তুলে ধরন মিশনের কেন্দ্রীয় মুখপাত্র এবং জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক এস এম আবুল বরকত আকাশ ও সাংবাদিক নুর মোহাম্মদ রানা। সংগঠনের নবনির্বাচিত মহাসচিব কাজী আব্দুল খালেক আল কাদেরী স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন অ্যাডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম,শাহজাদা সৈয়দ মুহাম্মদ সিরাজুদ্দৌলা, মোহাম্মদ মান্নান খান আশরাফী, সৈয়দ সিরাজুল ইসলাম চিশতী, শেখ ফায়সাল করিম মাইজভাণ্ডারী, মোহাম্মদ শওকত আলী আল মাইজভাণ্ডারী, সিডিএর অথরাইজ ও লিগ্যাল অফিসার নাছির আহমদ খান, এনসিপির চট্টগ্রাম মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় প্রমুখ। অ্যাডভোকেট মীর ফেরদৌস আলম সেলিমের তত্ত্বাবধানে মদিনা ইসলামি মিশনের আজীবন সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












