চট্টগ্রাম আদালতের অবকাশকালীন প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিচার বিভাগ ও আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সমপ্রীতি এবং পেশাগত সৌহার্দ্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আইনজীবী ও বিচারকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন। বিচার ব্যবস্থার সার্বিক উন্নয়নে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিচার ব্যবস্থা হচ্ছে একটি সমন্বিত কাঠামো, যেখানে আইনজীবী ও বিচারক পরস্পর পরিপূরক। পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত নৈতিকতা এবং সহযোগিতার মাধ্যমেই বিচার প্রার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ জি এম মনিরুল হাসান সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার। তিনি বলেন, প্রতি বছর অবকাশকালীন সময়ের পূর্বে এই আয়োজন আমাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি সৌহার্দ্য এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। বিচার বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণ আমাদের জন্য সম্মান এবং অনুপ্রেরণার। তিনি অবকাশকালীন ছুটিতে সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করেন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী। তিনি বলেন, বিচার বিভাগের সঙ্গে সমন্বয় ও সুসম্পর্ক আমাদের পেশাগত সেবাকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে। সমিতির সহ–সাধারণ সম্পাদক মো. ফজলুল বারীর সঞ্চালনায় অনু্ষ্িঠত সমাবেশে চট্টগ্রাম জেলা জিপি মোহাম্মদ কাশেম চৌধুরী, সাবেক এডহক কমিটির সদস্য মুহাম্মদ শামশুল আলম, সিনিয়র আইনজীবী তারিক আহমদ, সমিতির কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, অর্থ সমপাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সমপাদক তৌহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার ও ক্রীড়া সম্পাদক মো. মনজুর হোসেনসহ সমিতির কার্যনির্বাহী কমিটির অন্যান্যরাও উপস্থিত ছিলেন।











