বিএইচবিএফসির ঋণ সেবা মাস উদ্বোধন

| মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:১০ অপরাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি বিএইচবিএফসির বোর্ড রুমে সাশ্রয়ী, পরিকল্পিত ও পরিবেশবান্ধব আবাসন নির্মাণে সচেতনতা বৃদ্ধি ও ঋণসেবা গ্রাহক পরিচিতি কার্ড বিতরণ কর্মসূচি এবং জেনারেল একাউন্টিং সফটওয়্যার সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (অতি. দায়িত্ব) অরুণ কুমার চৌধুরীর সভাপতিত্বে বিএইচবিএফসির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে একযোগে কর্মসূচি উদ্বোধন করেন। এছাড়া অনুষ্ঠানটিতে সরাসরি অংশগ্রহণ করেন সদর দফতরের মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন। সভা পরিচালনা করেন সহকারী মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম ও সিনিয়র অফিসার ফাইজা নোশিন। এই সেবা মাস চলবে ১৪ মার্চ পর্যন্ত চলবে।
প্রধান অতিথি বলেন, জাতির পিতার ধ্যান ধারণার উপর ভিত্তি করেই দেশ পরিচালিত হচ্ছে। জাতির পিতার আদর্শ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মুজিববর্ষ উপলক্ষে বিএইচবিএফসি গৃহীত কর্মসূচিগুলি যেন সফল বাস্তবায়ন হয় সে বিষয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি স্মার্ট অফিসার সদিচ্ছার মাধ্যমে বিরাজমান ৭০% সমস্যার সমাধান করতে সক্ষম হবে। মুজিব বর্ষ উপলক্ষে ঋণ সেবা মাস, গ্রাহক পরিচিতি কার্ড এবং জেনারেল একাউন্টিং সফটওয়্যারের উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে মহাব্যবস্থাপক চানু গোপাল ঘোষ, মো. আতিকুল ইসলাম, মো. জসীম উদ্দীন, মো. নাজমুল হোসেন সেবা মাস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকরোনার টিকা নিলেন চা বোর্ড চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধ৫ জঙ্গির মৃত্যুদণ্ড