বক্সিরহাট মোড়ে মালেক শাহ্‌ লুঙ্গির শো-রুম উদ্বোধন

| বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

৯নং কোরবানীগঞ্জ, বক্সিরহাট মোড়ে গত ২০ মার্চ ঐতিহ্যবাহী ডেলাইট লুঙ্গির আরেকটি পণ্য মালেক শাহ্‌ লুঙ্গির শোরুম উদ্বোধন করা হয়।

উক্ত শোরুম উদ্বোধন ও মুনাজাত পরিচালনা করেন কুতুবদিয়া দরবার শরীফের বড় শাহ্‌জাদা আলহাজ্ব মাওলানা এম এম মনিরুল মান্নান আল কুতুবী আল মাদানী। মিলাদ পরিচালনা করেন বদরপাতি শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইসহাক। এতে আরো উপস্থিত ছিলেন এম মহিউদ্দিন আহমদসহ অনেক গণ্যমান্য ব্যক্তি। প্রেস বিজ্ঞপ্তি।