পাকিস্তানকে আইসিসির শাস্তি

| শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের রেশ থাকতেই পাকিস্তান আইসিসির কাছ থেকে শাস্তির খবর পেল। রাওয়ালপিন্ডিতে মঙ্গলবারের প্রথম ওয়ানডেতে স্লো ওভার রেটিংয়ের কারণে স্বাগতিকদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির এমিরেটস প্যানেল অব ম্যাচ রেফারিস আলী নাকভী এই শাস্তি আরোপ করেছেন। শাহীন আফ্রিদির দল নির্ধারিত সময়ের মধ্যে চার ওভার বল কম করেছে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে বল শেষ করতে না পারলে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হবে। অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও আসিফ ইয়াকুব, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজ অভিযোগ আনেন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে ক্ষমতা বাড়ল সেনা প্রধানের, কমল সুপ্রিম কোর্টের
পরবর্তী নিবন্ধবান্দরবানে সম্প্রীতির প্রীতি ফুটবল ম্যাচ আজ