নোয়াখালীর কোম্পানিগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু

আজাদী অনলাইন | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:৪৪ পূর্বাহ্ণ

নোয়াখালীর কোম্পানিগঞ্জে পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টায় তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন। বিডিনিউজ
২৫ বছর বয়সী মুজাক্কির ‘বাংলাদেশ সমাচার’র কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ছিলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা গত মাসে অনুষ্ঠিত তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচন সামনে রেখে আলোচনায় আসেন।
কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে ক্ষমতাসীন দলের নেতা ও সংসদ সদস্যদের বিরুদ্ধে নানা বক্তব্য দেন তিনি।
ভোটে জয়ী হয়ে দ্বিতীয় দফায় মেয়র হওয়ার পরও আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে আসছিলেন তিনি। এর মধ্যে কোম্পানীগঞ্জে হরতালও পালন করেন আবদুল কাদের মির্জা।
ওবায়দুল কাদেরকে নিয়ে তার ‘মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের’ প্রতিবাদে শুক্রবার বিকালে উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে মিছিল বের করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা।
এ সময় আবদুল কাদের মির্জার অনুসারীরা বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে।
এ সংঘর্ষের সময় মুজাক্কিরসহ সাতজন গুলিবিদ্ধ হন, আহত হন আরও অন্তত ২৫ জন।
মোজাক্কিরকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধশাসক নয়, সেবক হিসেবে আমৃত্যু কাজ করতে চাই : ফজলে করিম
পরবর্তী নিবন্ধআর কারো পরিবারের স্বপ্ন যেন ভেঙে না যায়