চট্টগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সেমিনার

| মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম রেঞ্জ আয়োজিত ‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দ্বার উন্মোচনে নতুন দিগন্ত, ব্লু ইকোনমির ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যকরী সম্পৃক্ততা এবং সদস্যদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন’ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি হয়ে যুক্ত হন, আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভাসুর মেরিন বায়ো রিসোর্স সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ তালুকদার। অতিথি বক্তা ছিলেন সিভাসুর মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল আবছার খান এবং চবি সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ব্যাটালিয়ন উপ অধিনায়ক মো. শাওন আসাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজকের পত্রিকার আনুষ্ঠানিক যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৬৮