ক্রীড়া উপদেষ্টা আসিফের কাছে ভালো কিছু চান পেসার শরিফুলও

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৪ আগস্ট, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। এরই পরপরই তিনি দেশ ছেড়ে চলে গেছেন। এরপর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। আর সে সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নতুন এই ক্রীড়া উপদেষ্টার কাছে প্রত্যাশা কেমন, জানতে চাওয়া হয়েছিল জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলামের কাছে। সদ্য গ্লোবাল টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলা টাইগার্সের হয়ে অংশ নিয়ে দেশে ফেরা শরিফুল উত্তরে বলেন আসলে সবাই তো চায় ভালো কিছু। আমরাও ভালো কিছু চাইব। বাংলাদেশ দলের পরবর্তী মিশন পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ। এই সিরিজের জন্য ইতোমধ্যে স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। পাকিস্তানে চলেও গেছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে লড়াইয়ের বার্তাই দিয়েছেন শরিফুল।

তিনি বলেন রাওয়ালপিন্ডিতে আগে আমরা খেলা দেখেছি। এই স্টেডিয়ামের উইকেট ব্যাটিংবান্ধব। আমাদেরও ভালো ব্যাটার আছে। সিরিজটা ফাইটিং হবে বলে মনে করছি। ভালো একটা ফাইটব্যাক দেওয়ার চেষ্টা করব। অবশ্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে দেশের অবস্থা কেমন। আমরাও যাচ্ছি পাকিস্তানে খেলতে। আমরা চেষ্টা করব যাতে ভালো কিছু করে জয় ছিনিয়ে আনতে পারি দেশের জন্য। লম্বা সময় পর লাল বলের ক্রিকেট খেলতে যাচ্ছেন শরিফুল। এ প্রসঙ্গে তিনি বলেন আমি তো দেখছি সবাই অনেকদিন পর লাল বলে প্র্যাকটিস করেছে। আমি একটু দেরিতে করতেছি একটু কষ্ট হবে। তবে চেষ্টা করব, অনেক সময় আছে এখনো। যাতে ফিটনেসটা কন্টিনিউ করে বোলিংটা করতে পারি।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনিসিয়ুস
পরবর্তী নিবন্ধ২০২৯ পর্যন্ত ইন্টারে লাউতারো মার্তিনেস