ক্যাফে বায়েজিদকে ৫০ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ এপ্রিল, ২০২২ at ৮:৪০ অপরাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশের ব্যবসা পরিচালনার দায়ে বায়েজিদের ক্যাফে বায়েজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৮ এপ্রিল) পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। তিনি পরিবেশ বান্ধব নগরী গড়ার লক্ষ্যে আতুরার ডিপো বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালান। এসময় দোকানদার ও ক্রেতাদের পলিথিন ব্যাগ বর্জনের জন্য নির্দেশনা দেন।

এ দিকে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এর নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে শেখ মুজিব রোড ও পাঠানটুলী এলাকায় ফুটপাতে ব্যবসা পরিচলনা করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে নয় দোকান মালিকে আট হাজার ৯০০ টাকা জরিমানা করে।

এছাড়া চসিক স্যানিটারী পরিদর্শকের মামলায় তিন দোকান মালিককে ১৮ হাজার টাকা পরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমা গেলেন জন্মনিবন্ধন করতে, ছেলে মারা গেল পুকুরে ডুবে
পরবর্তী নিবন্ধপেকুয়ায় আজাদী প্রতিনিধির ওপর হামলার ঘটনায় পাল্টা মামলা