শিক্ষিত হয়ে লাভ কি, যদি বংশগত আচরণ পাল্টানো না হয়। ব্যবহার মানুষের বংশগত পরিচয় বহন করে। সার্টিফিকেট টাকা দিয়েও কিনতে পাওয়া যায়।
সুতরাং সার্টিফিকেট থাকলেই শিক্ষিত হওয়া যায় না। আর আচরণ না জানা মানুষ নামের বেয়াদব থেকে নিজেকে দূরে রাখা শ্রেয়। যে মানুষ অন্য মানু্ষ কে মূল্যায়ন করতে জানে না, সে কখনো মানু্ষ হতে পারে না। অন্তত প্রত্যেক মানুষের সাধারণ জ্ঞানটুকু থাকা জরুরি দরকার। না হয় বিপদ হওয়ার সাথে সাথে বেইজ্জত হওয়াটা স্বাভাবিক। মনে হয় বোঝাতে পেরেছি।