এনসিসি ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| বৃহস্পতিবার , ১৮ মে, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

এনসিসি ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার ঢাকায় এনসিসি ব্যাংক ভবনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ব্যাংকের ভাইসচেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন ভাইসচেয়ারম্যান এ.এস.এম মাঈনউদ্দীন মোনেম, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদসহ সিনিয়র ম্যানেজমেন্ট টীমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস.এম. আবু মহসীন এবং পরিচালক ও প্রাক্তন ভাইসচেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার দোয়া মাহফিলে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

এর পূর্বে বর্ষপূর্তি উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ ব্যাংকের কার্ডের গ্রাহকদের জন্য দেশের যেকোনো এটিএম মেশিন থেকে নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে সম্পূর্ণ চার্জ ফ্রি সুবিধা চালুর ঘোষণা দেন। এসময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফীন, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান, মোঃ মাহবুব আলম, এম. আশেক রহমান ও মোঃ জাকির আনাম, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসইভিপি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম, ইভিপি এবং মার্কেটিং এবং ব্রাঞ্চেস বিভাগের প্রধান মোহাম্মদ রিদওয়ানুল হক এবং মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকের সকল শাখা ও উপশাখায় কেক কাটা হয় এবং প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল এবং রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার বলেন, দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতিটি ধাপে এনসিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারী শিল্প, তৈরী পোশাক, বিদ্যুৎ ও অবকাঠামো নির্মাণসহ প্রায় সকল খাতেই এনসিসি ব্যাংকের অবদান রয়েছে। সুশাসন, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে এনসিসি ব্যাংক ইতিমধ্যে দেশের অন্যতম সেরা ব্যাংকে পরিণত হয়েছে। গ্রাহকের আস্থা নিয়ে এনসিসি ব্যাংক এগিয়ে চলেছে এবং ভবিষতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধপূবালী ব্যাংকের সিএলএস এজেন্ট ও প্রতিনিধিদের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধরহমতুল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী