ইউএসটিসির ব্যবসা প্রশাসন অনুষদের উদ্যোগে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেকসই ব্যবসা এবং প্রযুক্তি উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। সেমিনারে রাশিয়া, যুক্তরাজ্য, জার্মানি, তুরস্কসহ সহ ১১টি দেশের অর্ধশতাধিক গবেষক, শিক্ষাবিদ এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টগণ তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানানো হয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চবি অধ্যপক ড. মোহাম্মদ সেলিম উদ্দিন। আন্তর্জাতিক বক্তা হিসেবে অনলাইনে যুক্ত থাকবেন অধ্যাপক ড. আয়সমন্তাস ব্রণিউস। সেমিনারে ইউএসটিসির ব্যবসা অনুষদ প্রশাসনের ১০ জন শিক্ষক, বিবিএ থেকে ৩জন শিক্ষার্থী এবং এমবিএ থেকে ১০ জন শিক্ষার্থী তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো সোলাইমান, উপ–উপাচার্য ড. মুহাম্মাদ নুরুল আবসার, চবি প্রফেসর ড. সেলিম উদ্দিন, রেজিস্ট্রার দিলীপ বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।