শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়

| শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৮:৫৯ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ধুঁকতে থাকা শ্রীলঙ্কা অবশেষে স্বস্তির জয় পেল। গতকাল বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালের আশা কিছুটা হলেও বাঁচিয়ে রেখেছে তারা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮৯ রানের বিশাল সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে শেষ পর্যন্ত লড়াই করেও ১৬৯ রানে থামে বর্তমান চ্যাম্পিয়নরা। খবর বাংলানিউজের।
আবুদাবির শেখ জায়েদ স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে উইন্ডিজের হয়ে একাই লড়ে যান হেটমায়ার। শেষদিকে এসে ৩৮ বলে তুলে নেন অর্ধশতক। যদিও দলকে আর জেতাতে পারেননি তিনি। তবে ৪ ছয় ও ৮ চারে ৫৪ বলে ৮১ রানে অপরাজিত থেকে ইনিংসের শেষ পর্যন্ত লড়ে যান এ ব্যাটার। লঙ্কানদের হয়ে ২টি করে উইকেট শিকার করেন ফার্নান্দো, করুনারত্নে ও হাসারাঙ্গা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে শ্রীলঙ্কান দুই ওপেনার কুশল পেরেরা ও চারিথ আসালাঙ্কা। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩৩ বল খরচায় অর্ধশতক তুলে নেন আসালাঙ্কা।

পূর্ববর্তী নিবন্ধতথ্য গোপন করে রোহিঙ্গা নাগরিক পটিয়া থেকে সৌদিতে
পরবর্তী নিবন্ধপেকুয়ার চেয়ারম্যান পদে ৫০ ও সদস্য পদে ২৮৪ জনের মনোনয়নপত্র বৈধ