পেকুয়ার চেয়ারম্যান পদে ৫০ ও সদস্য পদে ২৮৪ জনের মনোনয়নপত্র বৈধ

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ৫ নভেম্বর, ২০২১ at ৯:০০ পূর্বাহ্ণ

আসন্ন ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পেকুয়া উপজেলার ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীসহ ৫০ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ ঘোষণা করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন সমন্বয়ক পূর্বিতা চাকমা। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫০ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৭ জন ও সাধারণ সদস্য পদে ২৮৪ জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়। সূত্র জানায়, সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, বারবাকিয়া ইউনিয়নে ৫ জন, উজানটিয় ইউনিয়নে ৮ জন, মগনামা ইউনিয়নে ১৩ জন, রাজাখালীতে ৬ জন ও শিলখালী ইউনিয়নে ৮ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাচন অফিসার রেজাউল করিম, বারবাকিয়া ও রাজাখালী ইউনিয়নের রিটার্নিং অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসার সালামত উল্লাহ, শিলখালী ও উজানটিয়া ইউনিয়ননের রিটার্নিং অফিসার আনোয়ারুল আমিন। উপজেলা নির্বাচন কার্যালয়ের সরবরাহকৃত তথ্যে জানা যায়, পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৯ জন ও সাধারণ সদস্য পদে ৬৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাংবাদিক জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাহাদুর শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নাছের গেফারী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী ওমর ফারুক, ইউছুপ রুবেল, ওমর রিয়াজ চৌধুরী, এড, রাশেদুল কবির, মাহাবুবুল করিম, মুহাম্মদ ছরওয়ার উদ্দিন ও নুরুল গফফার চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কার কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় এক চেয়ারম্যান ও তিন সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল