শেখ মুজিব

বিপুল বড়ুয়া | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

তুমি নেই-বলি ঠিকই আছো বাংলার মাঠ-গাঁয়
শ্বাস-নিঃশ্বাস তোমার আমরা নিশিদিন টের পাই
নদী-ধানখেত উড়াল হাওয়া হিজলের ঝিম ছায়
তাই তো তোমার কীর্তি গাথার অনাবিল গান গাই।

তুমিই জাগালে বাঙলা বাঙালি-পশ্চিমাদের তাড়াও
শাসন-শোষণ অত্যাচারের আর হবো না বলি
দৃপ্ত শপথে থির মনোবলে সামনে দু’পা বাড়াও
হায়েনা দানোর প্রতিরোধ করো গাঁও-গঞ্জ-গলি।

বাংলার মাঠ-গাঁয়-তুমি নেই-ঠিকই বলছি আছো
বুকের ভেতর আলো উত্তাপে চির অম্লান থাকো
বাঙালির বোধ বিশ্বাসে তুমি হাজার বছর বাঁচো
শুভ আগামিতে অনন্য হতে বাঙালিকে ঠিক ডাকো।

পূর্ববর্তী নিবন্ধমুজিবুর
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ৬ দোকানিকে ৯০ হাজার টাকা জরিমানা