মনসা পূজা আজ

আজাদী ডেস্ক | শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ১০:১২ পূর্বাহ্ণ

মনসা পূজা আজ। বাঙালি হিন্দুদের ঘরে ঘরে শ্রদ্ধার সঙ্গে পূজিতা হন দেবী মনসা। অনেকের মতে, সাপের কামড় থেকে রক্ষা পেতে মাটির সরায় দুধকলা দিয়ে দেবী মনসাকে পূজা করা হয়। সারাদিন উপোস করে পূজা শেষে দুধকলা দিয়ে মনসার পূজা সম্পন্ন করে তবে উপবাস ভাঙেন মহিলারা। সমাজে এই পূজার প্রচলিত হওয়ার জন্য রয়েছে প্রচলিত পুরান কাহিনি। দেয়া হয় পাঁঠা বলি।

পূর্ববর্তী নিবন্ধজাহান আরা বেগম
পরবর্তী নিবন্ধবাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ করেন ভারতে