বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ করেন ভারতে

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। জুন মাসে ভারতে গিয়ে বাংলাদেশিরা খরচ করেছেন ৬১ কোটি টাকা। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভ্রমণ, চিকিৎসা ও অনলাইনে পণ্য কেনাকাটা করতে বাংলাদেশিরা এই টাকা খরচ করেছেন। জুন মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট খরচ হয়েছে ৩৮৮ কোটি টাকা। ভারতে খরচ হয়েছে মোট খরচের ১৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। খবর বাংলানিউজের।

ক্রেডিট কার্ডে ডলার খরচ করার আগে গ্রাহকদের প্রথমে বাণিজ্যিক ব্যাংকে গিয়ে পাসপোর্টের মাধ্যমে ডলার এনডোর্স করতে হয়। পরে অনুমোদনকৃত ডলার ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করা যায়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন বাংলাদেশি পাসপোর্টধারী বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার খরচ করতে পারেন। বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিদের খরচ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪ শতাংশ, সৌদি আরবে ৮ শতাংশ, থাইল্যান্ডে ৮ শতাংশ, যুক্তরাজ্যে ৭ শতাংশ, সিঙ্গাপুরে ৬ শতাংশ, কানাডায় ৬ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ৬ শতাংশ, মালয়েশিয়া ও নেদারল্যান্ডসে ৫ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধমনসা পূজা আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ওয়াসা এমডির সাথে প্রয়াস প্রতিনিধি দলের সাক্ষাৎ