চট্টগ্রাম ওয়াসা এমডির সাথে প্রয়াস প্রতিনিধি দলের সাক্ষাৎ

| শুক্রবার , ১৮ আগস্ট, ২০২৩ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ এর সাথে ওয়াসা কার্যালয়ে সৌজন্য সম্প্রতি সাক্ষাৎ করেছেন প্রয়াসের একটি প্রতিনিধি দল। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন শেঠ গ্রুপের এমডি মো. সোলায়মান আলম শেঠ ও উপমহাব্যবস্থাপক বাসু দেব রুদ্র, সংগঠনের সহসভাপতি আলমগীর মো. ফারুক, সুভাষ সরকার, একেএম মোস্তাফিজুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনি, মো. ইসমাইল, মো. ওমর ফারুক আসিফ, আবদুল মাবুদ সুমন, সুলতান মাহামুদ রাজীব, হিমেল মন্ডল, মো. মাহির আসেফ বাবু, খোরশেদ আলম ও মো. সিরাজুল ইসলাম। সাক্ষাৎ ও আলোচনা শেষে প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে পুনরায় বহাল রাখায় প্রয়াস পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ করেন ভারতে
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরাই অস্ত্রবাজি করছে