ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার শীতবস্ত্র বিতরণ

কেএসআরএমের উদ্যোগ

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কেএসআরএমের উদ্যোগে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া শীতাবস্ত্র বিতরণ করেছেন। গত সোমবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কম্বল বিতরণ করা হয়। চা বাগানের নিম্ন আয়ের ও দরিদ্র পাঁচ শতাধিক নারী শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এসময় বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করছে। সঠিক ও কার্যকর পদক্ষেপের কারণে মানুষের জীবনমানের অভাবনীয় পরিবর্তন হয়েছে। দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ। আগের মতো বিদ্যুৎ মাঝে মাঝে আসে না। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ। তিনি বলেন, কেএসআরএম যেকোনো সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকে। সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে নিরবিচ্ছিন্ন কাজ করে। যা মানবতার অনন্য উদাহরণ। তাদের এমন কর্মকাণ্ড নিঃসন্দেহে প্রসংশার দাবি রাখে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

পূর্ববর্তী নিবন্ধসরকার বিদ্যুৎ খাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের সাপাহার শাখা ও নজুমিয়া হাট শাখা উদ্বোধন