সরকার বিদ্যুৎ খাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে

প্রকল্প পরিদর্শন ও গণশুনানিতে অতিরিক্ত সচিব

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:০৬ পূর্বাহ্ণ

বিদ্যুতের সুবিধা ভোগ করা জনগণের সুযোগ নয়, অধিকার। সরকার গত এক দশক ধরে দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে নগরে বসবাসকারী শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধা দিতে নিরলস কাজ করে বিদ্যুতের উৎপাদন সঞ্চালন ও বিতরণ বিভাগে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। চট্টগ্রাম বিভাগে বিদ্যুতের চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন, অগ্রগতি পর্যালোচনা ও বিদ্যুৎ সেবা বিষয়ক একাধিক গণশুনানি অনুষ্ঠানে দুদিনব্যাপী সফরে চট্টগ্রাম এসে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. মোহসিন চৌধুরী এসব কথা বলেন।
তিনি গত ২৫ ডিসেম্বর রাউজানের কাল্লুমরার টেক এলাকায় নির্মিত পিজিসিবির নির্মাণাধীন ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র পরিদর্শন, মাতারবাড়ী-মদুনাঘাট- মেঘনাঘাট ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করে আগামী মে মাসে গ্রীষ্মকাল শুরুর আগে মাতারবাড়ির নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের পদক্ষেপ নিতে প্রকল্পে নিয়োজিত কর্মকর্তাদের নির্দেশ দেন।এসময় পিজিসিবির প্রধান প্রকৌশলী (প্রকল্প) বজলুল মুনীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এনামুল হক, মো. মঞ্জুর আলম, তাপস কুমার ভৌমিকসহ বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার শীতবস্ত্র বিতরণ