বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণ করা হোক

| শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১০:০৫ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম জেলা, পাহাড়তলী থানার অন্তর্ভূক্ত ১১নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত দক্ষিণ কাট্টলী গ্রাম। এই গ্রামে একমাত্র জমিদার প্রাণহরি দাশ এলাকায় বিদ্যালয় স্থাপন করে শিক্ষার আলো দেখিয়েছেন। সত্যিই অসাধারণ কাজ দেখিয়েছেন এবং ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন। বিশেষ করে মেয়েদের জন্য বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়টি করে দিয়েছেন, যাতে কোনও মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। এখানকার একজন মা যদি শিক্ষিত হয়, তাহলে এলাকার উন্নয়ন হবেই।

অত্র বিদ্যালয়কে পূর্ণরূপ দিয়েছেন, প্রাক্তন গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমীন। উনার নেতৃত্বে আজ এই বিদ্যালয়টি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পরিশেষে, সরকারের কাছে জোরালো আবেদন থাকবে, দক্ষিণ কাট্টলীর ‘বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয়’কে, সরকারি ঘোষণা করা হোক, শিক্ষার আলো পাক মেয়েরা।

রাজীব হোড় (রাজু)

দক্ষিণ কাউলী,

চট্টগ্রাম৪২১৯।

পূর্ববর্তী নিবন্ধবিমল মিত্র : জনপ্রিয় বাঙালি ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধসন্তানের জন্য নিরাপদ আশ্রয়