প্রকাশিত সংবাদের প্রতিবাদ

| বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৫:০৩ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর গত ২৩ মার্চ সংখ্যার প্রথম পৃষ্ঠায় ‘চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি, শেয়ার হস্তান্তরে জালিয়াতি, নির্বাচনের আগে তিন মাসে ২০০ নতুন সদস্য! অভিযোগের তীর শাহজাহান ও তার ভাই সাজ্জাদের দিকে’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্পাদক মোহাম্মদ শাহজাহান। তিনি এবং তার ভাই সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ সাজ্জাদকে নিয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তিনি। প্রতিবাদলিপিতে বলা হয় যে, সোসাইটির সাথে সংশ্লিষ্টদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সোসাইটির আসন্ন ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে প্রভাবিত করার জন্য সংবাদটি প্রকাশ করা হয়েছে। সংবাদে উল্লেখিত সোসাইটির ১৫০২ নম্বর সদস্য মোহাম্মদ রাশেদ এবং ৫৪৩ নম্বর সদস্য মনজুরুর রহমানের সদস্যপদ যথাযথ নিয়ম অনুসরণ করেই হস্তান্তর করা হয়েছে। সাবেক ব্যবস্থাপনা কমিটির সর্বোচ্চ ভোটে নির্বাচিত সদস্য মোহাম্মদ সাজ্জাদ আগে থেকেই সোসাইটির কার্যক্রমের সাথে জড়িত। তাছাড়া মোহাম্মদ রাশেদের স্ত্রী চেমন আরা বেগমের শেয়ার হস্তান্তর নিয়ে তিনি নির্বাচনী মাঠে নামার যে তথ্য সংবাদে উল্লেখ করা হয়েছে তাও সঠিক নয় বলে প্রতিবাদপত্রে দাবি করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে মাত্র তিন মাসে ২০০ জনের ভোটার হওয়ার তথ্যও সঠিক নয়। সোসাইটিতে বিভিন্ন সময় সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ার রেকর্ড রয়েছে। খসড়া ভোটার লিস্ট নিয়ে কারো কোন আপত্তি থাকলে তা সোসাইটি কার্যালয়ে জানানোর জন্য দৈনিক আজাদী, দৈনিক পূর্বকোণসহ জাতীয় পত্রিকায় গত ০২-০২-২০২১ ইং তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কিন্তু নির্ধারিত সময়ে কোন আপত্তি না পাওয়ায় তা চূড়ান্ত করা হয়েছে। সোসাইটির খুলশী প্রকল্পের ৭.১৮ কাঠা জমির ব্যাপারে যে বক্তব্য দেয়া হয়েছে তাও সত্য নয় বলে প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়। প্রকাশিত সংবাদটি সোসাইটি এবং এর কর্মকর্তাদের ভাবমূর্তি বিনষ্ট করার চক্রান্ত বলেও প্রতিবাদলিপিতে মন্তব্য করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবেদকের বক্তব্য
পরবর্তী নিবন্ধকরোনার তোপে মনোযোগ সরেছে যক্ষ্মা থেকে