নৃত্যরূপ একাডেমির বর্ষপূর্তি

| মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

নৃত্য আসুক প্রাণের সুধা, ছন্দে হাসুক এই বসুধা’ এই প্রতিপাদ্যে গত ৩ জুলাই নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্যরূপ একাডেমির ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়। এতে দুইজন গুণী নৃত্যশিল্পী অনন্য বড়ুয়া এবং স্বপন বড়ুয়া, তিনজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি শারমীন হোসেন, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাংলাদেশ রেলওয়ে কক্সবাজার প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর তরুণ কান্তি বালা, রেলওয়ে পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শরীফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিএফডিসির চিফ অব ফ্লোর অ্যান্ড সেট এবং জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিমাদ্রি বড়ুয়া হিমু। অমিতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ওড়িশি ধারার নৃত্য ‘মঙ্গলাচরণ’ পরিবেশন করে নৃত্যরূপ একাডেমির শিক্ষার্থীরা। এরপর নৃত্যরূপ একাডেমির পরিচালক নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়া আরেকটি ওড়িশি নৃত্য ‘মোক্ষ’ পরিবেশন করেন। একাডেমির শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিস ইন্ডিয়া’ মুকুট জিতলেন কর্নাটকের সিনি শেট্টি
পরবর্তী নিবন্ধ‘এবং অবক্ষয়’