চিটাগাং চেম্বার সভাপতির সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের মতবিনিময়

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল ডেনিয়েগা গতকাল রোববার সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কার্যালয়ে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় ফিলিপাইনের অনারারী কনসাল এম এ আউয়াল, রাষ্ট্রদূতের সহধর্মিনী ড. র‌্যাচেল ডেনিয়েগা, দূতাবাসের থার্ড সেক্রেটারি ক্রিস্টিয়ান হোপ, চট্টগ্রাম লেডিস ক্লাবের সভাপতি খালেদা আউয়াল ও চেম্বার সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে রাষ্ট্রদূত এলান এল ডেনিয়েগা ফিলিপাইন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে উভয়দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি পূরণে বিশেষভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ফিলিপাইন যোগাযোগের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা যেতে পারে বলেও মন্তব্য করেন। এলান এল ডেনিয়েগা মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর নির্মাণের ফলে বাংলাদেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন হবে বলে উল্লেখ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণে উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে অবহিত করেন। তিনি বাংলাদেশের বিশাল বাজার এবং উন্নয়নের প্রশংসা করে এদেশ থেকে ফিলিপাইনের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে জানিয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ বৃদ্ধির কথা জানান। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ফিলিপাইনকে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র মন্তব্য করে উভয়দেশের বেসরকারি খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি নেই
পরবর্তী নিবন্ধঅভিবাসী দিবসের সভা