অভিবাসী দিবসের সভা

মীরসরাই উপজেলা প্রশাসন

| সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বেসরকারী উন্নয়ন সংগঠন উপকূল সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমানের সভাপতিত্বে গত ১৮ ডিসেম্বর আয়োজিত সভায় উপজেলার বিভিন্ন এলাকা হতে প্রত্যাগত অভিবাসীগন অংশগ্রহণ করে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে। বিশেষ করে প্রবাসী কল্যাণ ব্যাংক হতে ঋণ প্রাপ্তি, প্রবাসে যাতায়াতের সময় বিমানবন্দরে এবং প্রবাসে বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তাদের অবহেলা এবং তুচ্ছ তাচ্ছিলের কথা তারা বর্ণনা করে। তারা তাদের অভিযোগগুলো এবং এর সমাধানকল্পে বিভিন্ন সুপারিশ লিখিত আকারে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য ইউএনওর প্রতি দাবি জানান। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির, সমবায় কর্মকর্তা দীপক দাশ, উপকূল সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের ফারুক, মীরসরাই পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ জহির উদ্দিন, প্রত্যাগত প্রবাসী সোহরাব হোসেন, বিজয় দাশ, সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং চেম্বার সভাপতির সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের মতবিনিময়
পরবর্তী নিবন্ধপরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উদ্বোধন