চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের যুগপূর্তি

| রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৮ পূর্বাহ্ণ

আবৃত্তি, গান, বৃন্দ পরিবেশনা ও কথামালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের যুগপূর্তি অনুষ্ঠান। গত ৫ ফেব্রুয়ারি নগরীর জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে দলের সভাপতি এহতেশামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, কবি হোসাইন কবির, জিন্নাহ চৌধুরী, শাহনাজ রানু, ইউসুফ মুহাম্মদ, রুহুল কাদের, শাহীন মাহমুদ, উৎপল কান্তি বড়ুয়া, জসীম মেহবুব, রাশেদ হাসান, মারিফ আহমেদ বাপ্পী, এস এম আব্দুল আজিজ, হাসান জাহাঙ্গীর, দেবাশিস্‌ রুদ্র, সেলিম ভূঁইয়া, মাহবুবুর রহমান মাহফুজ ও সেলিম রেজা সাগর। উপস্থিত ছিলেন মাহবুব পলাশ, সুনীল ধর, মোহাম্মদ সাজ্জাদ প্রমুখ।
কথামালা শেষে ছিল গান, একক আবৃত্তি, স্মৃতিচারণ ও বৃন্দ পরিবেশনা। শুরুতে আয়োজনে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী অদিতি বিশ্বাস। তার সাথে তবলায় সংগত করেন সনেট দেব। স্মৃতিচারণ করেন মুহাম্মদ ফারুক আজম ও কৌশিক দত্ত এবং একক আবৃত্তি পরিবেশন করেন সুমাইয়া শাহরীন, সায়ন্তন ভট্টাচার্য ও স্বরবর্ণ আশরাফ। অনুষ্ঠানে বৃন্দ প্রযোজনা ‘কবিতায় স্মরি তাঁরে’ পরিবেশিত হয়। এহতেশামুল হকের গ্রন্থনা ও নির্দেশনায় এতে অংশ নেন অর্পা, সুমাইয়া, শিউলি, প্রিয়ম, সায়ন্তন, মুনমুন, পায়েল, মৃন্ময়ী, নবান্ন, সুদেষ্ণা, মেহেদী, অজন্তা, রূপনা, দিপান্বিতা, তন্ময়, জাহেদ, জাবের ও প্রণব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্রাক্টর ট্রাক নিয়ে রাস্তা অবরোধে কৃষক
পরবর্তী নিবন্ধযুদ্ধজাহাজ প্রত্যয়ের চট্টগ্রাম ত্যাগ